আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে ১২ বছর পর দলীয় কার্যালয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪, রাত ০৮:৩৭

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরে প্রায় এক যুগ পর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দলীয় কার্যালয় খোলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ হতে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।  
 
ওইদিন সোমবার বিকেলেই জামায়াতে ইসলামীর বন্ধ কার্যালয়ের সম্মুখে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় জেলা ও মহানগর জামায়াত ও শিবিরের নেতারা তালা ভেঙে দীর্ঘ এক যুগ ধরে অযন্ত অবহেলায় পড়ে থাকা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
 
এর পর মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নগরীর শাপলা চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন থেকে পড়ে থাকা দলীয় কার্যালয়ের সংস্কার কাজ চলছে পুরোদমে। সেখানে দূর-দূরান্ত থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
 
বিকেলে কারমাইকেল কলেজে শোকরানা মিছিল করে ইসলামী ছাত্রশিবির। মিছিলে যোগ দেন কয়েক শ নেতাকর্মী।  বৃন্দাবন থেকে মিছিলটি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে কলেজের উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
 
এ সময় বক্তব্য দেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া। তিনি বলেন, দীর্ঘ জুলুমের অবসান ঘটে স্বৈরাচারের পতন হয়েছে। আমরা এই বিজয়কে ধরে রাখতে চাই। দেশ থেকে বৈষম্য দূর করতে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে যেন কোনো শক্তি নস্যাৎ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রশিবির কাজ করবে বলেও জানান তিনি।
 
এর আগে, ২০১৩ সালে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কর্মসূচিতে পুলিশ ও  আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার পর প্রকাশ্যে আর কোনো কর্মসূচি করতে পারেনি দলটি।

মন্তব্য করুন


Link copied